সরকারী দপ্তরে যারা সাঁটলিপিকার, সাঁটমুদ্রাক্ষরিক পদে চাকরি করতে চায় তাদের জন্য পূর্ণঙ্গ একটি কোর্স। সকল দপ্তরেই সাঁটলিপিকার, সাঁটমুদ্রাক্ষরিক পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় কিন্তু এ বিষয়ে দক্ষতা না থাকায় লোকজন সহজে নিয়োজ পান না। এটি একটি হাতে কলমে শিক্ষার বিষয়। একজন সাঁটলিপিকার উক্ত দপ্তরের প্রধানের পিএ হিসেবে কাজ করেন। দপ্তর প্রধাণের সকল কাজ তার হাত দিয়ে হয়ে থাকে বিধায় পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমাদৃত। এ পদ থেকে দ্রুত প্রমোশনের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা হয়ে থাকে ।
এইসএসসি পাশ করেই সাঁটলিপি শিখে সরকারী চাকরি পাওয়া যায়
