”দ বিদ্য “ আপনার ব্যক্তিগত তথ্যাবলীর গোপনীয়তা বজায় রাখবে। আপনি আপনার ব্যক্তিগত কোন তথ্যাবলী প্রদান না করেও ”দ বিদ্য “ ব্রাউজ করতে পারবেন।
যদি ”দ বিদ্য “র কোন কোর্সে অংশগ্রহণ করতে চান তবে আপনাকে অবশ্যই ”দ বিদ্য “য় প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য কিছু তথ্য প্রদান করতে হতে পারে যা আমরা আমাদের দাপ্তরিক প্রয়োজনে সংগ্রহ এবং সংরক্ষণ করবো। আপনার এই তথ্যগুলো বাণিজ্যিক ভাবে বিক্রি বা হস্তান্তর করা হবে না। শুধুমাত্র অভ্যন্তরীণ পর্যালোচনা, ওয়েবসাইট পরিচালনা ও মানোন্নয়ন এবং ভবিষ্যতে ”দ বিদ্য “য় আরও ভালো অভিজ্ঞতার জন্য উক্ত তথ্যাবলী ব্যবহার করা হবে।
আপনি যদি ”দ বিদ্য “ ওয়েবসাইটের মাধ্যমে কোন জরিপে অংশ গ্রহণ করেন বা কোন বিষয়ে মতামত প্রদান করেন অথবা যোগাযোগের ক্ষেত্রে কোন তথ্য প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনার তথ্যাবলী সংগ্রহ করা হতে পারে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর প্রদানের জন্য আপনার তথ্যাবলী অন্যান্য সরকারী/বেসরকারী এজেন্সী বা ব্যক্তির নিকট প্রদান করা হতে পারে।
”দ বিদ্য “য় রেজিষ্ট্রেশনের সময় কখনেরাই আপনার গোপনীয় তথ্য যেমন- ক্রেডিট কার্ড নাম্বার, পাসওয়ার্ড ইত্যাদি চাওয়া হবে না। এ ধরণের তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। এ ধরণের তথ্যের অপব্যবহারের জন্য ”দ বিদ্য “ কখনোই দায়ভার গ্রহণ করবে না বা কোন প্রকার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।
”দ বিদ্য “ বিভিন্ন সরকারী, বেসরকারী, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে কাজ করে এবং উক্ত প্রতিষ্ঠান/ব্যক্তির কনটেন্ট প্রকাশ করে। সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানসমূহের সরবরাহকৃত কোন কনটেন্ট কোন প্র্রকার সংবেদনশীলতা বা কোন ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি সাংঘর্ষিক কোন বিষয় ধারণ করলে তার জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠান ই দায়ী থাকবে, ”দ বিদ্য “ এক্ষেত্রে কোন দায়ভার গ্রহণ করবে না।
”দ বিদ্য “য় প্রকাশিত সকল কনটেন্টের সর্বসত্ব কপিরাইট আইন দ্বারা ”দ বিদ্য “ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট সংরক্ষিত। ”দ বিদ্য “র কোন কনটেন্ট ডাউনলোড, শেয়ার বা এডিট করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করা অথবা বিক্রি করা কপিরাইট আইনে অপরাধ হিসেবে গণ্য হবে ও সংশ্লিষ্ট ব্যক্তি / প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ওয়েবসাইটে সরকারি-বেসরকারি কিংবা অন্যান্য এজেন্সী বা সংস্থা বা ব্যক্তির ওয়েবসাইটের লিংক প্রদান করা থাকতে পারে। আপনি যখন এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোন ওয়েবসাইট ব্যবহার করছেন তখন নতুন ওয়েবসাইটের গোপনীয়তার নীতিমালা প্রযোজ্য হবে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের প্রকাশকারী কর্তৃপক্ষ দায়ভার গ্রহণ করবে।
কোন প্রকার নোটিশ ব্যতীত ”দ বিদ্য “ যে কোন সময় এই নীতিমালা সংশোধন করতে পারে। নীতিমালা সংশোধন করা হলে নতুন নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যে কোন তথ্যাদি যা বর্তমান নীতিমালার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে তা এই নীতিমালার শর্তাবলী মেনে চলবে। নীতিমালা পরিবর্তনের পর যদি কোন তথ্যাদি সংরক্ষণ করা হয় তবে তা নতুন নীতিমালার শর্তাবলী মেনে চলবে।
এই নীতিমালার প্রকাশকাল জানুয়ারী/২০২২ খ্রিঃ।